নাঙ্গলকোটে পদ্মা হাসপাতাল উদ্বোধন

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

নাঙ্গলকোটে পদ্মা হাসপাতাল উদ্বোধন

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট পদ্মা হাসপাতাল আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নাঙ্গলকোট বাইপাস রেলগেইট সংলগ্ন মৌলভী আলী আহমেদ প্লাজায় হাসপাতালের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ নাঙ্গলকোট সমিতি সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন মজুমদার।
উপজেলা ছাত্রলীগ দপ্তর সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক আবুল খায়ের আবু, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর সাদেক হোসেন, শেখ রাসেল, নাঙ্গলকোট এ্যাপলো হাসপাতাল চেয়ারম্যান কাউসার আলম, পদ্মা হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ইসমাঈল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথি বৃন্দ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ