নাঙ্গলকোটে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২১

নাঙ্গলকোটে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি- নাঙ্গলকোটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পৌর এলাকার নাওগোদা গ্রামের জসিম উদ্দীনের ছেলে মেহেদী হাছান শাকিবকে (১৯) আটক করে পুলিশ। মঙ্গলবার তাকে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার রাতে উপজেলার হেসাখাল ইউপির কুরকুটা গ্রাম থেকে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
মামলা সূত্রে জানা যায়, রবিবার রাতে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণকালে পার্শ্ববর্তী বাড়ীর লোকজন বুঝতে পেরে মেহেদীকে আটক করে। পরে স্থানীয়রা নাঙ্গলকোট থানা পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে আসে। ওই কিশোরীর ভাই বাদী হয়ে মেহেদীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আব্দুন নুর বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আটকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ