নাঙ্গলকোটে দারুসসুন্নাত ওয়ালিয়া হাফিজীয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৪

নাঙ্গলকোটে দারুসসুন্নাত ওয়ালিয়া হাফিজীয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটের চানপদুয়া দারুসসুন্নাত ওয়ালিয়া হাফিজীয়া নূরানী মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মমিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চানপদুয়া দারুসসুন্নাত ওয়ালিয়া হাফিজীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চানপদুয়া দারুসসুন্নাত ওয়ালিয়া হাফিজীয়া মাদ্রাসা পরিচালক হাফেজ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিচন্তপুর দ্বীনিয়া মাদ্রাসা সুপার মাওলানা মহি উদ্দিন, চানপদুয়া দারুসসুন্নাত ওয়ালিয়া হাফিজীয়া মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা শাহ জালাল মজুমদার, সমাজ সেবক আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন, চানপদুয়া দারুসসুন্নাত ওয়ালিয়া হাফিজীয়া মাদ্রাসা পরিচলনা কমিটির সহ-সভাপতি মাস্টার মুসলিমুর রহমান, সমাজ সেবক সিরাজুল ইসলাম, ইদু মিয়া,মাহবুবুল হক, সালাহ উদ্দিন, মনির হোসেন, মহিন উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে চানপদুয়া দারুসসুন্নাত ওয়ালিয়া হাফিজীয়া মাদ্রাসার নূরানী বিভাগের বার্ষিক পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী ও হেফজ বিভাগের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ