প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২
মাঈন উদ্দিন দুলাল- কুমিল্লার নাঙ্গলকোটের বাহুড়া বাজারে দারুল আরকাম মাদরাসা শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম।
দারুল আরকাম মাদরাসা সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিপুলাশার ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান, নুরুল আমিন, ইউনিয়ন বিএনপি সভাপতি ডাক্তার শাহজাহান, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, নাথের পেটুয়া ডিগ্রি কলেজ প্রভাষক মনছুর আহম্মদ, বাহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দেলোয়ার হোসেন, মাস্টার আব্দুল মালেক, সমাজ সেবক হুমায়ুন কবির, মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল কাহহার, দারুল আরকাম মাদরাসার পরিচালক হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধাতিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী মোজাম্মেল হক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মান্দ্রা বাজার এজেন্ট ব্যাংকিং শাখা কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজ সেবক শাহজাহান ওমর, কবি ইরফান তানভির প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম ভর্তি হওয়া মাদরাসা সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেনের কন্যা ত্বহেরার হাতে ভর্তি রশিদ তুলে দেন অতিথি বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া মুনাজাত করা হয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech