প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ৩১, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের বান্নাগর গ্রামে চট্টগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সোমবার বিকেল ৫টার দিকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাকসাম রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্বাস কবির চৌধুরী ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে লাকসাম জিআরপি থানার উপ পরিদর্শক আব্বাস কবির চৌধুরী বলেন, নাঙ্গলকোট উপজেলার বান্নাগর এলাকার রেল লাইন থেকে এক জন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech