নাঙ্গলকোটে জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

নাঙ্গলকোটে জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নাঙ্গলকোট জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারী বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদল নেতা মনির হোসেন, ডাঃ বাহার, নাছির উদ্দিন পিন্টু, সেলিম জাহাঙ্গীর মন্টু, আবুল কালাম, আবু তাহের সেলিম, উপজেলা সেচ্ছাসেবক দল যুগ্ন আহবায়ক মফিজুর রহমান, খাজা আহমেদ, আব্দুল আলি, উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন, ছাত্রদল নেতা ফরহাদ, মহিন, সানি প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নাঙ্গলকোট জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সভাপতি সোহাগ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সাদ্দাম, সহ-সভাপতি আলমগীর মিয়াজী, সাধারণ সম্পাদক মনির আহমেদ শিফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, মুন্না, এমদাদুল হক স্বাধীন, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন মিয়াজী, সহ সাংগঠনিক সম্পাদক অপু মজুমদার, দপ্তর সম্পাদক শিমুল মোল্লা।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত ও মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ