কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মৎস্যজীবী দল নাঙ্গলকোট উপজেলা আহবায়ক হাজী আনোয়ার উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্যজীবী দল কুমিল্লা দক্ষিণ জেলা আহবায়ক সাজ্জাদুল জামিল লিটন। প্রধান মেহমান ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
উপজেলা মৎস্যজীবী দল সদস্য সচিব মোহাম্মদ এয়াছিন ও পৌরসভা কৃষক দল সভাপতি নূরুল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্যজীবী দল কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক সৈয়দ ফরহাদ চৌধুরী, মোহাম্মদ আলী লিটন, ফরিদ উদ্দিন মনি, ইয়াছিন আরাফাত, কফিল উদ্দিন, সদস্য জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, উপজেলা বিএনপি নেতা শাহআলম ভূঁইয়া, উপজেলা মৎস্যজীবী দল যুগ্ম আহবায়ক ইব্রাহিম মিয়াজী, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন শাহীন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির খান, উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট পৌরসভা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি হস্তান্তর করেন নেতৃবৃন্দ। কমিটিতে ছায়েদুল হক সাদেককে আহবায়ক, আব্দুর রহিম ও এয়াকুব আলীকে যুগ্ম আহবায়ক ও সায়েদুল হককে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়।