নাঙ্গলকোটে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

নাঙ্গলকোটে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাঈন উদ্দিন দুলাল-
বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ আহবায়ক রফিকুল হোসেন চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, পৌরসভা আ’লীগ সভাপতি মজিবুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ