নাঙ্গলকোটে ওশান স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৪

নাঙ্গলকোটে ওশান স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ওশান স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক বিভাগের আয়োজনে পিঠা উৎসব শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসবে স্কুল শিক্ষার্থীরা ১৬টি স্টলে নকশী পিঠা, জামাই পিঠা, সবজি পিঠা, নারিকেল পিঠা, ডিমের পিঠা, সেমাই পিঠা, পাটিসাপটা পিঠা, ডালের পিঠা-সহ অর্ধশত রকমের পিঠা প্রদর্শন করেন। পিঠা উৎসবে আগত শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা স্বল্পমূল্যে শিক্ষার্থীদের স্টল থেকে পিঠা ক্রয় করে স্বাদ গ্রহণ করেন এবং অনেকে প্রিয়জনদের জন্য বাড়িতে নিয়ে যান।
পিঠা উৎসবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক আল নিজামী, বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক, বক্সগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার হোসেন জুয়েল, ব্যবসায়ী জসীম উদ্দীন, ওসান স্কুল এন্ড কলেজ সভাপতি নজির আহমেদ, সচিব আনিসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম, অর্থ সচিব আফসার উদ্দিন, প্রচার সম্পাদক ডাক্তার শাহজালাল মানিক, পরিচালক জহির আহমেদ মিলন, সহকারী শিক্ষক এম এম হাবিবুল্লাহ, মনির আহমেদ, খাইরুল আহসান, ফোরকানুল ইসলাম, ইমামুল হোসেন প্রমুখ।
Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ