নাঙ্গলকোটে ইকরা মডেল স্কুলের আয়োজনে হামদ নাত ও রচনা প্রতিযোগিতা

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

নাঙ্গলকোটে ইকরা মডেল স্কুলের আয়োজনে হামদ নাত ও রচনা প্রতিযোগিতা

মোঃ সাইফুল ইসলাম-  নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইকরা মডেল স্কুলের উদ্যোগে সীরাতুন্নবী(সাঃ)উপলক্ষে হামদ ,নাত, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মাষ্টার ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইকরা মডেল স্কুল প্রধান শিক্ষক মাওঃ এ.বি.এম আবুল কাসেম মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকরা মডেল স্কুল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওঃ ইউসুফ আলী। প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন, ইকরা মডেল স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু.রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ শিক্ষক নাজমুল হাসান রোমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদ ভাইস-চেয়ারম্যান মাওঃ জিয়াউল হক, মাওঃ আব্দুল মোতালেব, সিনিয়র শিক্ষক দ্বীন মোহাম্মদ বিএসসি, সহ-প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, মাষ্টার শহীদুজ্জামান, মাষ্টার আমজাদ হোসাইন, আবু জাহিদ। এসময় উপস্থিত ছিলেন, মাষ্টার নাদিম আহমেদ, তোফায়েল আহমেদ অপু, জহির খান, সোহাগ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে স্কুলের সিনিয়র শিক্ষক আবু জাহিদকে বদলি জনিত বিদায় সংবর্ধনা এবং হামদ, নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ