সারা দেশের স্থানীয় দৈনিক এই স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোটে আজকের পত্রিকা’র প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব। স্বাগত বক্তব্য রাখেন আজকের পত্রিকার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান।
নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজীর স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি এ এইচ এম আবুল খায়ের, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, প্রভাষক এ বি এম নজরুল ইসলাম, সমাজ সেবক ওমর ফারুক সোহেল, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য তাজুল ইসলাম মিয়াজী, সাংবাদিক রতন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে কেক কেটে দৈনিক আজকের পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়।
Please follow and like us: