প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট বাজারের রেল গেইট এলাকায় আগুনে পুড়ে ৩ ব্যবসায়ীর সকল মালামাল ও নগদ প্রায় ৭লাখ টাকা পুড়ে ছাঁই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোররাতে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এক ঘন্টা চেষ্টার পর লাকসাম ফায়ার সার্ভিস স্টেশন থেকে ১টি ফায়ার ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের মালিকানাধীন ওয়ালটন শোরুম, আমির হোসেনের মালিকানাধীন রাজিয়া কোকারিজ, নেছার উদ্দিনের ওয়ান টু নাইনটি নাইন নামের ভেরাইটিজ স্টোর ও আব্দুল মান্নান ও আবুল কাশেমের স্থাপনা পুড়ে অন্তত ১কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, স্থানীয় রাজনীতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech