নাঙ্গলকোটে অশ্রুসিক্ত নয়নে প্রধান শিক্ষককে সংবর্ধনা

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪

নাঙ্গলকোটে অশ্রুসিক্ত নয়নে প্রধান শিক্ষককে সংবর্ধনা

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের চাঁন্দগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একে এম শাহ আলমের কর্মজীবন শেষ হওয়ায় শত-শত শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্কুল সভাপতি আবুল বাশার জয়ের সভাপতিত্বে বিদায়ী অতিথির বক্তব্য রাখেন চাঁন্দগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদ্য বিদায়ী প্রধান শিক্ষক একে এম শাহ আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক আবুল খায়ের আবু। অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সেলিম।
চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শাহপরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবু হানিফ, চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয় সভাপতি আবু তাহের মজুমদার, মৌকরা ইউনিয়ন পরিষদ সদস্য ছালেহ আহম্মেদ ভূঁইয়া, চান্দাইশ আলিম মাদরাসা সহকারী শিক্ষক এয়াকুব আলী, নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি জালাল আহম্মেদ ভূঁইয়া, সমাজ সেবক আবু বকর মজুমদার, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া সরকার, চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মেরিট কিন্ডার গার্টেন পরিচালক মাস্টার আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি-সহ অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা চাঁন্দগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদ্য বিদায়ী প্রধান শিক্ষক একে এম শাহ আলমের স্মৃতি চারণ করতে গিয়ে অনেকেই চোখের অশ্রু বিসর্জন দেন। এছাড়াও গত রোববার স্কুলে শেষ কর্ম দিবসে শিক্ষার্থীদের কাছে বিদায় নিতে গেলে শিক্ষক একে এম শাহ আলমকে জড়িয়ে ধরে শিক্ষার্থীরা বিলাপ জুড়ে দেন। এসময় শিক্ষার্থীদের কান্নায় স্কুলের পরিবেশ ভারি হয়ে উঠে। শিক্ষার্থীদের কান্নার এ দৃশ্য এক শিক্ষক নিজের মোবাইল ফোনে ভিডিও করে সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মূহুর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে এ ভিডিওটি দেশের উল্লেখ যোগ্য টিভি চ্যানেলে প্রকাশ পায়।
অনুষ্ঠান শেষে এলাকাবাসী, সহকর্মী ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিদায়ী শিক্ষক কে এম শাহ আলম। এছাড়াও এলাকাবাসী, সহকর্মী ও শিক্ষার্থীরা ওই শিক্ষককে আসবাবপত্র, ক্রেস্ট-সহ নানাহ উপহার প্রদান করেন।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ