নাঙ্গলকোটে অবৈধ কমিটির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

নাঙ্গলকোটে অবৈধ কমিটির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি- অবৈধ কমিটির বিরুদ্ধে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে ৭ই মার্চ সোমবার সকালে নাঙ্গলকোটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মাস্টার আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যানর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা জাকের হোসেন, রুহুল আমিন মজুমদার, মোশারফ হোসেন চৌধুরী, গোলাম হোসেন মজুমদার, কাউন্সিলর মোশারফ হোসেন, মাস্টার নূরুল ইসলাম, আতাউর রহমান, আনোয়ার হোসেন, আবুল খায়ের, দেলোয়ার হোসেন মজুমদার, এ বি এম শুক্কর আহম্মদ, আব্দুস সাত্তার পাটোয়ারী, রফিকুল ইসলাম, আবুল কাশেম, মাঈন উদ্দিন মজুমদার, সামছু মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জেলা কমিটির কমান্ডার জেলা প্রসাশক ও উপজেলা কমিটির কমান্ডার উপজেলা নির্বাহি কর্মকর্তা। যেখানে জেলা কমিটির অনুমোদন নেই সেখানে তারা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হাস্যকর। আমরা মুক্তি যোদ্ধারা ঐক্যবদ্ধ থাকতে ও আমাদের বিভিন্ন অধিকার আদায়ের স্বার্থে বিগত সময়ে একটি আহব্বায়ক কমিটি করা হয়। নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহবায়ক ছিলেন শাহ মোঃ মোশারফ হোসেন । তার মৃত্যুর এক সপ্তাহের মধ্যে শোকাহত মুক্তি যোদ্ধাদের না জানিয়ে পদ লোভী উপজেলার রায়কোট গ্রামের দেলোয়ার হোসেন মজুমদার একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তি যোদ্ধাদের সাধারণ মানুষের কাছে হেয় প্রতিপন্ন করেছে। আমরা এমন একটি হাস্যকর কমিটি প্রত্যাখান ও এমন কান্ডের তিব্র নিন্দা, প্রতিবাদ ও শাস্তি দাবী করছি। একই দিন ৭ই মার্চ পালন উপলক্ষে বীর মুক্তি যোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ