নাঙ্গলকোটের এডুকেয়ার স্কুলে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

নাঙ্গলকোটের এডুকেয়ার স্কুলে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলে নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও একই দিন বিকেলে ওই স্কুলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কনভারসেশন অনুষ্ঠিত হয়।

স্কুল প্রধান শিক্ষক ও বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ সদস্য নাসির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি  “আই.এফ.এস” পরিচালক  এ. এস. এম আমিনুল হক মাওলা।

বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিল, স্কুল পরিচালক আফজাল হোসাইন মিয়াজী, মাওলানা ক্বারি শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক নুরুল্লাহ রায়হান,শেফায়েত উল্লাহ, মাওলানা শহীদুল ইসলাম, আব্দুল হক, জাফর আহমেদ আপন, নূরের ছাফা খন্দকার আরিফ, মাওলানা আব্দুল কাহহার, হাফেজ আব্দুল মান্নান, আবুল কালাম নয়ন, নুরুন্নবী রিয়াদ, সোহাগ হোসেন, শরীফ উল্লাহ ভূঁইয়া প্রমূখ।

অনুষ্ঠান শেষে সিরাতুন্নবী উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ