প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
মাঈন উদ্দিন দুলাল-
কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয় সম্প্রতি বন্যার পানিতে ডুবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে করে বিদ্যালয়ের আসবাবপত্র সহ সব কিছু পানিতে নষ্ট হয়েগেছে। বন্যায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মজুমদার জানান। বিদ্যালয়ের পাঠাগারে পানি প্রবেশ করায় পাঠাগারের বইপুস্তক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যালয়ের টিন শেড ভবনটি পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার অনুপযোগী হয়ে পড়েছে। প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের পানি শুকাতে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘœ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টি বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হওয়ায় এলাকাবাসী সরকারের নিকট সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech