নাঙ্গলকোটের আইকনিক ভবন “ম্যাক টাওয়ার” পরিদর্শনে মেয়র আব্দুল মালেক

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪

নাঙ্গলকোটের আইকনিক ভবন “ম্যাক টাওয়ার” পরিদর্শনে মেয়র আব্দুল মালেক

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের আইকনিক ভবন “ম্যাক টাওয়ার” সোমবার দুপুরে পরিদর্শন করেন নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক। মেয়রের আগমন উপলক্ষ্যে ম্যাক টাওয়ার পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে মেয়র আব্দুল মালেক ম্যাক টাওয়ারের ম্যাক শপিং কোড মেগা মল, ম্যাক হসপিটাল, ম্যাক ফুড এন্ড কনভেশন হল-সহ ম্যাক টাওয়ারের বিভিন্ন ফ্লোর পরিদর্শন করেন। ম্যাক টাওয়ার পরিদর্শন শেষে মেয়র মালেক এ টাওয়ারকে নাঙ্গলকোটের শ্রেষ্ঠ স্থাপনা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি ম্যাক টাওয়ারের সার্বিক সফলতা কামনা করেন ও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত  ছিলেন, ম্যাক হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো: বশিরুজ্জামান, ম্যাক টাওয়ার মালিক এ.কে.এম আশরাফুল আলম উজ্জ্বল, এ.কে.এম মেহেদী জাহান, এ.কে.এম শাহরিয়ার নাদিম, ম্যাক শপিং কোড মেগামলের এম.ডি আমির হোসেন মজুমদার মাসুদ, ডিরেক্টর ফাইন্যান্স আবু তৈয়ব মজুমদার, ডিরেক্টর পারসেস মোঃ খোরশেদ আলম প্রমুখ।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ