প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বাইপাস সড়কে আব্দুল মালেক মেম্বারের অটোপার্টস ভাড়া দোকানঘর ভাংচুর করে দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়েছে বদরপুর গ্রামের পেয়ারআহম্মদ ভূঁইয়া, মুনছুর আহম্মেদ পিয়াসসহ ১৫-২০ জন সন্ত্রাসী বাহিনী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে । এ ব্যাপারে আব্দুল মালেক থানায় অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বদরপুর গ্রামের আব্দুল মালেক মেম্বার দীর্ঘ কয়েক বছর যাবত একই গ্রামের মিজানুর রহমার লিটনের দোকানে অটোপার্টসের ব্যবসা করে আসছে। বুধবার সকালে বদরপুর গ্রামের পেয়ার আহম্মদ ভূঁইয়া ১৫/২০ জন সন্ত্রাসী বাহিনী ও কিছু মহিলা নিয়ে মালেকের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে তাকে মারধর করে। এ সময় দোকানের ক্যাশ ভাংচুর করে নগদ টাকা ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। আব্দুল মালেকে দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে দেয় এতে তার ব্যবসার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়। জানা যায় বদরপুর গ্রামের মিজানুর রহমান লিটনের দোকানঘরের মালিক দাবি করে আসছে একই গ্রামের পেয়ার আহম্মেদ ভূঁইয়া গং। দোকান ঘরের মালিক দাবি করায় ব্যবসায়ী মালেকের উপর হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech