প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৩
মোঃ শাহাদাত হোসেন- নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের আর্শাদ আলী মাষ্টার বাড়ীর মৃত আনু মিয়ার ছেলে দিনমজুর আবুল হাশেমের অর্ধশত বছর পূর্বের বাড়ির চলাচলের রাস্তা দখল করে নেয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আলী আকবর ছেলে গরু বেপারী জনু মিয়ার বিরুদ্ধে। চলাচলের রাস্তায় কাঁটা ও জাল দিয়ে বেড়া দেয়ায় পরিবারের লোকজন ও কোমলমতি শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ড বাইয়ারা উত্তর-পশ্চিম পাড়া আর্শাদ আলী মাষ্টার বাড়ীর মৃত আনু মিয়ার ছেলে আবুল হাশেমের ক্রয়কৃত ৯ শতক সম্পত্তির উপর দীর্ঘ প্রায় ৫০ বছর যাবৎ বসবাস করে আসছে। আবুল হাশেমের ৪ ছেলের পরিবারসহ বাড়ির লোকজন একমাত্র রাস্তাটি ব্যবহার করে আসছে। আমার ওই ক্রয়কৃত জায়গাটি পূর্বের প্রকৃত মালিক থাকা অবস্থায় মালিক পক্ষের দীর্ঘ ৫০ বছর কোন অভিযোগ ছিল না। কিছুদিন পূর্বে জমিটি মৃত আলী আকবর ছেলে গরু বেপারী জনু মিয়া ক্রয় করে। ক্রয় করার পর থেকেই আমার বাড়ির জায়গা ও রাস্তায় জায়গা দখল করার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি এলাকার জনপ্রতিনিধিদের অবগত করলে, জনু মিয়ার গং এসে কাঁটা ও জাল দিয়ে বেড়া দিয়ে দেয়। এতে করে আজ ৯দিন যাবৎ অন্যের ফসলি জমির উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। অভিযুক্ত জনু মিয়ার পরিবারের থেকে জানতে চাইলে পরিবারের লোকজন বক্তব্য দিতে রাজি হয় নাই। জোড্ডা পূর্ব ইউপি সদস্য জালাল আহম্মদ বলেন, বিষয়টি আমাকে অবগত করলে নিরসনের চেষ্টা করবো।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech