প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
মোঃ শাহীন আলম- কুমিল্লার চৌদ্দগ্রামে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী ছয় মাসের অন্তঃসত্তা হওয়ার ঘটনায় ধর্ষক আলা উদ্দিনকে(৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের পুর্ব আটগ্রামের মৃত আলী আক্কাসের পুত্র। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন। জানা গেছে, পূর্ব আটগ্রামের ওই স্কুল ছাত্রী তার ছোট বোনসহ গত বছরের ১৮ জুলাই বাড়ির পাশে আলা উদ্দিনের দোকানে কসমেটিকস্ কাজল কিনতে যায়। আলা উদ্দিন ছাত্রীর ছোট বোনকে একটি চুলের ব্যান দিয়ে বের করে দেয়। এরপর দোকান ঘরের দরজা বন্ধ করে আলাউদ্দিন ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও আলাউদ্দিন নিজ বসত ঘরে নিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনার পর আলা উদ্দিন ছাত্রীকে প্রাণ নাশের হুমকি দেয়ায় সে এ বিষয়ে পরিবারের কাউকে কিছুই জানাইনি। আস্তে আস্তে ছাত্রীর শারিরীক নানাবিধ সমস্যাসহ পেট বেড়ে যাওয়ায় গত ১১ জানুয়ারি সোমবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাহমিনা আক্তার শেফাকে দেখানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার ছাত্রীকে ২৪ সপ্তাহ ১ দিনের অন্তঃসত্তা বলে জানিয়ে দেয়। বিলম্বে ঘটনাটি জানতে পারার সাথে সাথে থানায় মামলা করেন ছাত্রীর বাবা কুদ্দুস। পুলিশ মামলা গ্রহণের কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ধর্ষক আলা উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech