প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
মোঃ শাহীন আলম,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ক্রীড়াপ্রেমী মাহমুদুল হাছান ভুঁইয়া সাগর স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী খন্দকার এনামুল হক। কাইচ্ছুটি অংকুর সংসদের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলকরা ইউনিয়ন আ’লীগের সহ-সাধারণ সম্পাদক এয়াকুব আলী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক শামীম তৈমুর মাইকেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুর রহমান খন্দকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুব সাহেদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাদ্দাম হোসেন, সামছুদ্দোহা রিয়াজ। টুর্ণামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক ভুঁইয়া। উদ্বোধনী খেলায় বিভিন্নস্থান থেকে আগত বিপুল সংখ্যক দর্শক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় ১৬টি টিম অংশগ্রহণ করে। আগামী ১৬ ডিসেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech