কলেজ সরকারী, সরকারী সুযোগ সুবিধা ছাড়াই ৩ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

কলেজ সরকারী, সরকারী সুযোগ সুবিধা ছাড়াই ৩ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

মাঈন উদ্দিন দুলাল-  নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ ২০১৭সালে জাতীয় করণ হলেও সরকারী সুযোগ সুবিধা ছাড়াই ৩ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সরকারী সুবিধা বঞ্চিত থেকে এক বছর পূর্বে অবসর গ্রহণ করেন অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া। বিদায়ী শিক্ষকরা হলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রুহুল আমিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম ও জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মনোয়ারা সুলতানা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর উল্লাহ মজুমদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন খাঁন এর সঞ্চালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া।
বক্তব্য রাখেন, নাঙ্গলকোট অফসারুল উলুম কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, মডেল মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, নাঙ্গলকোট এ আর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মহিন উদ্দিন, কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগ দপ্তর সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক ও অতিথিদের ক্রেস্ট এবং পুরস্কার প্রদান করেন কলেজ শিক্ষক-শিক্ষার্থীরা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ