উপজেলা পরিষদ নির্বাচন নাঙ্গলকোটে আ’লীগের ১১ ও বিএনপির ১প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন নাঙ্গলকোটে আ’লীগের ১১ ও বিএনপির ১প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাঈন উদ্দিন দুলাল-
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থীত ১১জন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থীত ১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন সোমবার ১২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৩জন, পুুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী অনলাইনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নিকট মনোয়নপত্র দাখিল করেন। ১২ প্রার্থীর মনোয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।
নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামীলীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার ও সোহাগ হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যাম কুলছুম আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ সদস্য হাজেরা আক্তার হিরা, আ’লীগ নেত্রী তাহরিনা আক্তার তারিন, খুরশিদা আক্তার, রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য ছালেহা বেগম পলি।
নাঙ্গলকোট উপজেলায় আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ