আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের আজিয়ারা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন উৎসবমুখর পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় শ্রেনী কক্ষে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায় । নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন। নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মনির আহম্মদ শিপন ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম শিপন, আজিয়ারা উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, আবু সাঈদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মীর হোসেন মোল্লা, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন দুলাল প্রমুখ ।
নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ পদের বিপরীতে ৫ জন প্রতিদ্বন্ধীতা করেন। মোট ৪৫৭ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৮৫জন অভিভাবক। নির্বাচনী ফলাফলে সাধারণ অভিভাবক সদস্য পদে ২৪০ ভোট পেয়ে প্রথম হন মোহাম্মদ রবি, ২৩২ ভোট পেয়ে দ্বিতীয় হন মোহাম্মদ আলী, ২২৯ ভোট পেয়ে তৃতীয় হন জাকির হোসেন, ১৯৮ ভোট পেয়ে চতুর্থ হন সামছু উদ্দিন। অভিভাবক সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন সালমা আক্তার।
শিক্ষক প্রতিনিধি ২ পদের বিপরীতে প্রতিদ্বন্ধীতা করেন ৩ শিক্ষক। শিক্ষকদের ভোটে ইব্রাহিম আল হাছান ৮ভোট পেয়ে প্রথম হন এবং ৫ ভোট পেয়ে দ্বিতীয় হন খায়রুল আলম। শিক্ষক প্রতিনিধি সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন কামরুন নাহার।
শান্তিপূর্ন ও আনন্দগণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইনশৃংখলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ